লিয়াকত আলী খান,নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ দুই ভাই-বোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছোট ভাইয়ের মৃত্যু হয়। আর শনিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে একই হাসপাতালে বড় বোনের মৃত্যু হয়।
ঘটনা ঘটেছিল ১ অক্টোবর রাত ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার মডার্ণ রোডের রাহাত মঞ্জিলের ভাড়া বাসায়। গ্যাস লাইন থেকে বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে, এতে একই পরিবারের চারজনসহ দুই শিশুর শরীরের ব্যাপক অংশ দগ্ধ হয়।
নিহত শিশুর বাবা কুমোদ চন্দ্র নাথ জানান, বড় মেয়ে ঐর্দিকা (৮) ও ছেলে তূর্য (৪) ৪০ শতাংশ দগ্ধ হয়েছিলেন, আর বাবা-মা ও পরিবারের অন্য সদস্যরা হালকা দগ্ধ হয়েছেন। তূর্যের অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং ৯ অক্টোবর সন্ধ্যায় তিনি মারা যান। বড় মেয়ে ঐর্দিকাও তিন দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং শনিবার দুপুরে মারা যান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি জানেন না, তবে তদন্ত করা হবে বলে জানান।