মিলন সিদ্দিকী ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাই টিভির সিনিয়র সাংবাদিক আব্দুর রশিদ তুষার এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আব্দুল আহাদ বাবু।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাসেল হোসেন, এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন রুবেল।
নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। প্রেস ক্লাবের সদস্যরা আশা প্রকাশ করেছেন—নবনির্বাচিত কমিটি ধামরাইয়ের সাংবাদিক সমাজের স্বার্থ রক্ষা ও পেশাগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন- সহসভাপতি পদে এশিয়ান টিভির প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান বকুল, অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক রুপালী বাংলাদেশের প্রতিনিধি নাইম ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গ্লোবাল টিভির মো. নাজমুল হাসান, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক খবরের আলোর প্রতিনিধি মো. জাকির হোসেন ও বাংলাদেশ টুডের প্রতিনিধি মিলন সিদ্দিকী।