Nabadhara
ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ‘আগামী জাতীয় নির্বাচনে নাগরিকের ভূমিকা’ সেমিনার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে সচেতন নাগরিক হিসেবে আপনার ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় উপজেলার আল্লারদর্গা নুরুজ্জামান বিশ্বাস মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠন (বিজেপিএস) এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান আলোচক ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

সেমিনারে বিশেষ আলোচক ছিলেন, কুষ্টিয়া দুদকের পাবলিক প্রসিকিউটর এ্যাড. মো. আব্দুল মান্নাফ, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, পেশজীবী নেতা মো. সানাউল্লাহ সেন্টু মাষ্টার ও দৌলতপুর ইঞ্জিনিয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মো. হারুন অর রশিদ। সভাপতিত্ব করেন অধ্যাপক মো. মাহবুবুর রহমান লস্কর।

প্রধান আলোচক আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা গণতন্ত্র, নাগরিক অধিকার এবং আগামী নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য প্রতিটি নাগরিককে তাদের ভোটাধিকার প্রয়োগে সচেতন ও নির্ভীক হতে হবে। সেমিনারে দৌলতপুরে বিভিন্ন পেশায় নিয়োজিত জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।