গোপালগঞ্জ প্রতিনিধি
এনটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি প্রয়াত সাংবাদিক মাহবুব হোসেন সারমাতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় প্রেসক্লাব গোপালগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব গোপালগঞ্জ মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন সময় টেলিভিশনের সাংবাদিক জয়ন্ত শীলালী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত মহাসচিব ও দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শাহিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও কবি রবীন্দ্রনাথ অধিকারী, এটিএন বাংলার চৌধুরী হাসান মাহমুদ, প্রথম আলোর প্রতিনিধি নতুন শেখ, মাই টিভির আরিফুল হক আরিফ, নাগরিক টেলিভিশনের আশিক জামান অভি, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ পারভেজসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা বলেন, সাংবাদিক মাহবুব হোসেন সারমাত ছিলেন সাংবাদিকতা জগতে এক নির্ভীক ও নিরলস কর্মী। তার মৃত্যুতে গোপালগঞ্জ সাংবাদিক সমাজ এক অভিভাবককে হারালো। বক্তারা প্রয়াত সারমাতের পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে দুপুরে গোপালগঞ্জ আলীয়া মাদ্রাসা মসজিদে দ্বিতীয় জানাজা শেষে গোপালগঞ্জ পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, গতকাল শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন সাংবাদিক মাহবুব হোসেন সারমাত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।