Nabadhara
ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের জনসংযোগ ও পথসভা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
অক্টোবর ১১, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় সম্ভাব্য প্রার্থী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, তরুণ প্রজন্মই হলো আগামীর বাংলাদেশ। তাই দেশের অগ্রগতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

আজ শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে রাত পর্যন্ত দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ও প্রাগপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ ও পথসভায় তিনি এমন মন্তব্য করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ, প্রচার ও বাস্তবায়নের লক্ষ্যে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তারেক রহমান নির্দেশিত এ কর্মসূচি পালন করেন।

কর্মসুচী চলাকালে উপস্থিত হাজারো জনতা উদ্দেশ্যে শরীফ উদ্দিন জুয়েল বলেন, দেশের অগ্রগতি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। বিএনপি দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বদ্ধপরিকর রয়েছে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, আমি দৌলতপুরের ১৪টি ইউনিয়নের ২১৬টি গ্রামে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তাদের চোখে আমি পরিবর্তনের আকাঙ্খা দেখেছি। তারা একটি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত দৌলতপুর চায়।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রসঙ্গে শরীফ উদ্দিন জুয়েল বলেন, দল যদি আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়, তাহলে আমি দৌলতপুরকে একটি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতিমুক্ত, উন্নত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। তিনি বিভিন্ন বিষয়ে প্রতিশ্রæতির কথা উল্লেখ করে বলেন, দৌলতপুরে যেসব কলেজ এখনো এমপিওভুক্ত নয়, আমি সেগুলো এমপিওভুক্ত করার উদ্যোগ নেবো। পাশাপাশি রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসাগুলোর জরাজীর্ণ অবস্থা দূর করে তিন মাসের মধ্যেই সংস্কারকাজ শুরু করবো।

কর্মসূচি চলাকালে শরীফ উদ্দিন জুয়েয়ে সাথে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন, দৌলতপুর কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টার, দৌলতপুর কৃষকদলের যুগ্মআহবায়ক নারী নেত্রী সুরাইয়া আক্তার কাজল, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবিদ হাসান মন্টি সরকার, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক কমিটির সদস্য আলাউদ্দিন বাদল, দৌলতপুর যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম ও যুবদলের যুগ্মআহবায়ক জাফর ইকবাল কর্নেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ। কর্মসূচী চলাকালে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জন¯্রােতে রুপ নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।