স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইল জেলায় কর্মরত সংবাদকর্মীদের সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের মিলন মেলা। শনিবার (১১অক্টোবর) দুপুরের শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার শেখ রিজেন্সি গেস্ট হাউজে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবুর পৃষ্ঠপোষকতায় এবং জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রনির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠােেন উপস্থিত ছিলেন ,নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি এ্যাড. মোঃ আজিজুল ইসলাম,জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, এম মুনির চৌধুরী, সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, সিনিয়র সাংবাদিক আলমগীর সিদ্দিকী, এনামুল কবির টুকু, রুপক মুখার্জি, কার্ত্তিক দাস, খায়রুল আরেফিন রানা,রেজাউল করিম, এস এম শরিফুল ইসলাম,কাজী ইমরান,সরদার রইচ উদ্দিন টিপুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মিলনমেলায় সাংবাদিকরা পারস্পরিক মতবিনিময় করেন এবং নড়াইলের গণমাধ্যম অঙ্গনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।