Nabadhara
ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে কাভার্ডভ্যানের চাপায় কৃষক নিহত

যশোর প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের সদর উপজেলার খাজুরায় কাভার্ডভ্যানের চাপায় নুর আলম (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) দুপুরে খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বাসস্ট্যান্ড-বাজার সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুর আলম সদর উপজেলার ইছালী ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের বাসিন্দা এবং তাহের মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১২টার দিকে নুর আলম বাইসাইকেলে করে খাজুরা বাজারে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে আসা ‘আফজাল পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস’-এর একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই নুর আলমের মৃত্যু হয়। কাভার্ডভ্যানের চাকায় তার মাথা পিষ্ট হয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) তাপস আঢ্য ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। তিনি জানান, নিহতের পরিচয় প্রথমে শনাক্ত করা না গেলেও পরে পরিবারের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসআই তাপস আরও জানান, দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে এবং কাভার্ডভ্যানটিও এখনো আটক করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, যানটি আশেপাশের কোথাও লুকিয়ে রাখা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযানে নেমেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।