Nabadhara
ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোক্তা অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার: আলফাডাঙ্গায় ক্যাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর ২০২৫) বিকেলে উপজেলার ক্যাব কার্যালয়ে আয়োজিত এ সভায় ভোক্তা অধিকার রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনের কার্যক্রম জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা ক্যাব সভাপতি ও সাংবাদিক কবির হোসেন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক রাকিবুল ইসলাম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ক্যাবের সহ-সভাপতি মোঃ আলমগীর কবির ও মোঃ ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত, কোষাধ্যক্ষ মোঃ শাহারিয়ার হোসেন, প্রচার সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোঃ ইবাদত হোসেন এবং নির্বাহী সদস্যবৃন্দ হাদী বিলায়েত হোসেন, মোঃ দেলোয়ার হুসাইন (শিক্ষক), আবু মুছা শেখ, হাদী ইভান, মোঃ ইমরান মোল্যা ও জাহিদুল হক মোল্যা প্রমুখ।

বক্তারা বলেন, ক্যাব দেশের ভোক্তাদের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করছে। ভোক্তা অধিকার সংরক্ষণে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ন্যায্য মূল্যে মানসম্পন্ন পণ্য সরবরাহ নিশ্চিত করা, মুনাফাখোরি ও ভেজাল প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং তৃণমূল পর্যায়ে ভোক্তা সচেতনতা বৃদ্ধি এই সংগঠনের অন্যতম অঙ্গীকার।

সভায় সভাপতির বক্তব্যে সাংবাদিক কবির হোসেন বলেন, “ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্যাবের মূল লক্ষ্য হলো ন্যায্য মূল্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করা, যার জন্য প্রশাসন ও সাধারণ জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন।”

সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, “ক্যাব শুধু অভিযোগ গ্রহণেই সীমাবদ্ধ নয়, আমরা প্রতিটি পরিবারে ভোক্তা সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করছি। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করে তোলার পরিকল্পনা রয়েছে।”

সভা শেষে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার অপসারিত মেয়র আলী আকসাদ ঝন্টুর বড় ভাই, ইতালি প্রবাসী মরহুম আলী আজগর মন্টুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সভা শেষে সকল সদস্য একযোগে কাজ করে ভোক্তা অধিকার সংরক্ষণে দৃঢ় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ক্যাবের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।