শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও পদ্মপুকুর ইউনিয়নে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। গত ৮,৯ ও ১০ অক্টোবর বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘সিডা’ এর অর্থায়নে এবং আইআরসি-বাংলাদেশ এর কারিগরী সহায়তা ও অংশীদারিত্বের মাধ্যমে “Clients Centered Humanitarian Response: Improving Lives of Crisis Affected People”- প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করায় করার লক্ষে কৃষি উপকরণ সবজী সহ হয়।
প্রকল্পটির প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের দক্ষিনাঞ্চলের খাদ্য নিরাপত্তাহীন ও জলবায়ু সংকটাক্রান্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তার উন্নয়ন করা। বুড়িগোয়ালীনি ও পদ্মপুকুর ইউনিয়নে মোট ২০০ জন নারী উপকারভোগীদের (ক্লায়েন্ট) মাঝে (ঢেঁড়শ-৫০ গ্রাম, কলমীশাক-৫০গ্রাম, দেশি শিম-৫গ্রাম, লাউ-৫ গ্রাম, বরবটি-২০ গ্রাম, ভার্মি কম্পোষ্ট-১০কেজি, নেট-৫০০ গ্রাম, হলুদ ফাদ-১ টি) বিতরণ করা হয়।
“কৃষি উপকরণ বিতরণ” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ,পরিষদ,শ্যামনগর উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ জামাল উদ্দিন, গ্লাডেস, ডব্লিউ পি সি কো-অডিনেটর ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি(আই আর সি), শাহরিয়ার কবির, সিনিয়র ম্যানেজার লাইভলিহুড (আই আর সি, সিডা,সিসিএইচআর প্রজেক্ট),প্রকল্প সমন্বয়কারী মোঃ মোক্তার হোসেন, উপজেলা সমন্বয়কারী মোছাঃ ছফুরা খাতুন প্রমূখ।