Nabadhara
ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে ফিউচার ওয়ার্ল্ডের দাতব্য অনুষ্ঠানে এতিম শিশু ও নারীদের মাঝে পণ্য বিতরণ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ফিউচার ওয়ার্ল্ড এর উদ্যোগে শনিবার এক দাতব্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে ২০ জন এতিম শিশুর মাঝে পোশাক এবং ৩৫০ জন গরিব ও অসহায় নারীর মাঝে বিনামূল্যে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

উপজেলার মুন্সিখানপুর গ্রামে বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান। ফিউচার ওয়ার্ল্ড মনিরামপুর সার্ভিস সেন্টারের সিনিয়র ম্যানেজার ফরহাদ হোসেন রাজু সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরিফুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও সহকারী অধ্যাপক নুরুল হক, অন্বেষা কম্পিউটার সেন্টারের পরিচালক শফিয়ার রহমান, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আলেক গাজী, আব্দুস সাত্তার, আব্দুল কাদের ও আব্দুল আলীম প্রমুখ।

 

অনুষ্ঠান শেষে অতিথিরা ফিউচার ওয়ার্ল্ডের এই উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।