Nabadhara
ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে বিএনপি সভাপতিপদে আওয়ামী নেতা মনোনয়ন, প্রতিবাদে বিক্ষোভ

জি. এম. মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
অক্টোবর ১১, ২০২৫ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

জি. এম. মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাম্পাফুল ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের আহবায়ক মো. আব্দুল লতিফ মোড়লকে বিএনপিতে যোগদান করে সভাপতি পদে নির্বাচন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় ইউনিয়নের উজিরপুর বাজার চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

৩নং চাম্পাফুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক সভাপতি ও প্রায় ৩৩ বছরের বিএনপির পরীক্ষিত নেতা মো. আবু বক্কর ছিদ্দিক।

 

সমাবেশে বক্তব্য রাখেন চাম্পাফুল ওয়ার্ড বিএনপি সভাপতি গোলাম ফারুক, সাংবাদিক আবদুল বারী, ইউনিয়ন যুবদল সভাপতি ওমর ফারুক, বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বাবু আহমেদ, স্বেচ্ছাসেবক দল সভাপতি আবদুল খালেক, শ্রমিক দল সভাপতি আবদুল গফুর গাজী, সেক্রেটারি জহুরুল মিস্ত্রি, ছাত্রদলের সাবেক সেক্রেটারি তারিক, ওয়ার্ড বিএনপি সভাপতি বাবুল গাজী প্রমুখ।

 

বক্তারা অভিযোগ করে বলেন, “মো. আব্দুল লতিফ মোড়ল আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ কালিগঞ্জ উপজেলা আহবায়ক। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকেও বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন—যা সম্পূর্ণ অনৈতিক ও অনুপ্রবেশমূলক কাজ।”

তারা আরও বলেন, “নির্ধারিত সময়ে তিনি মনোনয়নপত্র না তুললেও ভোটের ব্যালটে কিভাবে তার নাম এলো, তা রহস্যজনক। এই প্রহসনের নির্বাচনে অংশ না নিয়ে আমরা নির্বাচন বর্জন করেছি।”

বক্তারা বিতর্কিত ব্যক্তিকে বাদ দিয়ে অবৈধ নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপের দাবি জানান।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।