মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কৃষক মো. শাহ আলম ইসলাম (৩৫)। শনিবার (১১ অক্টোবর ২০২৫) বিকেলে তিনি উপজেলা সদরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
লিখিত বক্তব্যে শাহ আলম ইসলাম জানান, উপজেলার মোমেনাবাদ তালুকদার বাড়ি মোড়ে ঘটে যাওয়া একটি ঘটনার জেরে কিছু প্রভাবশালী ব্যক্তি ষড়যন্ত্রমূলকভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানি করছে।
তিনি অভিযোগ করেন, ছাত্তার মন্ডল, সুজন, আসাদসহ অজ্ঞাত আরও কয়েকজন ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত। তাদের ভয়ে বর্তমানে তিনি পালিয়ে বেড়াচ্ছেন বলেও জানান।
শাহ আলম বলেন, “আমি একজন সাধারণ কৃষক, রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো স্বার্থ আমার নেই। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে আমাকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “আমার পরিবারকে নানা সময় ভয়ভীতি ও খুনজখমের হুমকি দেওয়া হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
শাহ আলম ইসলাম জানান, এ বিষয়ে তিনি ইতোমধ্যে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে ঘটনার বিস্তারিত বিবরণ ও বিবাদীদের নাম-পরিচয় উল্লেখ রয়েছে। তিনি বলেন, “আমি আইনের প্রতি পূর্ণ আস্থা রাখি। তদন্ত হলে সত্য প্রকাশ পাবে, আর নিরীহ মানুষ হিসেবে হয়রানি থেকে রক্ষা পাবো বলে বিশ্বাস করি।”
এ বিষয়ে জানতে চাইলে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, “অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”