Nabadhara
ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াডাঙ্গীতে খুচরা সার বিক্রেতাদের সার বরাদ্দের দাবিতে মানববন্ধন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিবন্ধিত খুচরা সার বিক্রেতাদের নিয়মিত সার বরাদ্দ দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নেন খুচরা সার ব্যবসায়ী ও স্থানীয় কৃষকেরা।

মানববন্ধনে বক্তারা জানান, ডিলাররা মাসে মাত্র একদিন সার সরবরাহ করে, ফলে কৃষকেরা বাকি দিনগুলোতে চরম ভোগান্তিতে পড়েন। কৃষিকাজে ধারাবাহিকভাবে সার প্রয়োগ করা জরুরি হলেও তারা সঠিক সময়ে সার পাচ্ছেন না।

মহিষমারী গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন,
“আমি ৩৫-৪০ বিঘা জমিতে আবাদ করি। পকেটে ৩০ হাজার টাকা নিয়ে সার খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও সার পাচ্ছি না। প্রতিটি ফসল পিছিয়ে যাচ্ছে, ফলন কমে যাচ্ছে।”

বড়বাড়ি গ্রামের কৃষক সাদেকুল ইসলাম বলেন,
“বিভিন্ন ডিলারের কাছে ঘুরেও সার পাইনি। বারবার সময় দিয়ে ঘুরিয়ে হয়রানি করছে। আমরা চাই যেন খুচরা বিক্রেতাদের কাছ থেকেই সার কিনতে পারি।”

কৃষক রাজ্জাক বলেন,”আলু চাষে পর্যায়ক্রমে সার লাগে। কিন্তু ডিলাররা বলছে, মাসে একদিন সার দেবে। বাকি দিনগুলো কৃষকেরা যাবে কোথায়?”

বালিয়াডাঙ্গী উপজেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সভাপতি সাবুল ইসলাম বলেন,”২০২৩ সালের প্রজ্ঞাপনে বলা আছে, বিসিআইসির বরাদ্দকৃত সারের ৬০ শতাংশ খুচরা বিক্রেতাদের দিতে হবে। কিন্তু সেটা বাস্তবায়ন হচ্ছে না। আমরা অন্য জায়গা থেকে সার আনতে গেলেও সরকার জব্দ করছে। অথচ ডিলাররা মাসে ১ দিন সার দেয়, আমরা বাকি ২৯ দিন দিই।”

তিনি আরও বলেন,”প্রজ্ঞাপন বাস্তবায়ন হলে কৃষকেরা সুবিধামতো সময়ে খুচরা বিক্রেতাদের কাছ থেকে সার কিনতে পারবে। এতে সারের সংকটও থাকবে না।”

মানববন্ধনে খুচরা সার বিক্রেতা ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।