Nabadhara
ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 
অক্টোবর ১২, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 

সারা দেশের মতো যশোরের মনিরামপুরেও শুরু হয়েছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি।

রবিবার (১২ অক্টোবর) সকালে মনিরামপুর পৌর শহরের প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সালের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম মাকসুদুর রহমানের সহ-সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু মুত্তালেব আলম, মনিরামপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শহিদুল্লাহ এবং একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল জানান,
“মনিরামপুর উপজেলায় নয় মাস বয়স থেকে পনেরো বছর বয়স পর্যন্ত শিশু ও কিশোরদের মধ্যে মোট ১ লাখ ১৫ হাজার ২৯০ জনকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আওতায় প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা টিকা পাবে।”

তিনি আরও বলেন, টাইফয়েড একটি সংক্রামক ব্যাধি, যা শিশুদের জন্য মারাত্মক হতে পারে। তাই সময়মতো এই টিকা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।