Nabadhara
ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারা দেশের মতো সিরাজগঞ্জের কাজিপুর উপজেলাতেও টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৮৯ হাজার ১৩৮ জন শিশু ও কিশোর-কিশোরীকে টাইফয়েডের টিকা দেওয়া হবে।

 

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও নাঈমা জাহান সুমাইয়া।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাসেল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ, ওসি (তদন্ত) আবু সাঈদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিক ও স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আবু সাঈদ প্রমুখ।

 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ক্যাম্পেইনের প্রথম পর্যায়ে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্কুল ও মাদ্রাসায় ৩০ অক্টোবর পর্যন্ত এক ডোজ করে টিকা দেওয়া হবে। পরবর্তীতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী অন্যান্য শিশুরা বাড়ি বাড়ি গিয়ে টিকা পাবে।

 

মোট ৬৪৯টি টিকাদান কেন্দ্রে এ কর্মসূচি পরিচালিত হবে, যার মাধ্যমে প্রায় ৮৮ হাজার ৮০৯ জন শিশু ও কিশোর-কিশোরীকে টিকা দেওয়া হবে।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রাসেল জানান, “জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে নিকটস্থ টিকাকেন্দ্রে স্বাস্থ্যকর্মীদের সহায়তায় নিবন্ধন করা যাবে। এই টিকা টাইফয়েড প্রতিরোধে অত্যন্ত কার্যকর।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।