কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মেয়েকে মারধরের অভিযোগে শ্বশুরের দায়ের করা মামলায় জামাইকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এদিকে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পিড়ারবাড়ি গ্রামে। জানা যায়, দেড় বছর আগে ওই গ্রামের ব্যবসায়ী বিপুল বিশ্বাসের ছেলে বিপ্র বিশ্বাস (২৪) প্রেম করে একই গ্রামের নিখিল মল্লিকের মেয়ে অন্তু মল্লিককে (২০) বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ লেগেই ছিল।
এর জের ধরে গত রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বিপ্র বিশ্বাস তার স্ত্রী অন্তুকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন। পরে অন্তুর পরিবার তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় পরদিন সোমবার (৬ অক্টোবর) অন্তু মল্লিকের পিতা নিখিল মল্লিক বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামি বিপ্র বিশ্বাসকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
নিখিল মল্লিক জানান, “বিয়ের পর থেকেই বিপ্র ও তার পরিবারের সদস্যরা আমার মেয়েকে বিভিন্নভাবে নির্যাতন করতো। বিপ্র একজন মাদকসেবী, প্রায়ই মেয়ের কাছে টাকা চাইতো। টাকা না পেলে তাকে নির্দয়ভাবে মারধর করতো। সর্বশেষ ঘটনার দিনও মাদকের জন্য টাকা না পেয়ে আমার মেয়েকে পিটিয়ে আহত করে। এখন আবার মামলা তুলে নিতে আমার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে।”
অভিযুক্ত বিপ্র বিশ্বাসের মা মিনু বিশ্বাস বলেন, “আমার ছেলে তার ইচ্ছায় বিয়ে করেছে, আমরা রাজি ছিলাম না। এখন যা ঘটেছে, তার বিচার আদালতেই হবে।”
মামলার তদন্ত কর্মকর্তা কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, “নিখিল মল্লিকের দায়ের করা মামলায় একমাত্র আসামি বিপ্র বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। যদি বাদীকে মামলা প্রত্যাহারের জন্য কেউ হুমকি দেয়, তাহলে অভিযোগের ভিত্তিতে আমরা আইনগত ব্যবস্থা নেব। সে জন্য বাদীকে লিখিতভাবে জানাতে হবে।”