নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের পাশে পৌরসভার বর্জ্য ফেলায় এলাকা পরিণত হয়েছে বিশাল ময়লার ভাগাড়ে। এতে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন যাত্রী, পথচারী ও আশপাশের এলাকার সাধারণ মানুষ।
প্রতিদিনই নান্দাইল পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ডাংরী (বারুইগ্রাম) নামক স্থানে। এতে দুর্গন্ধে দম বন্ধ হয়ে পড়ছে মহাসড়কে চলাচলকারী হাজারো যাত্রী ও যানবাহন চালকের। দক্ষিণ দিক থেকে বাতাস এলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের গ্রাম ও কৃষিজমিতেও। স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন, দুর্গন্ধের কারণে জমিতে কাজ করতে গিয়ে অনেক সময় মাথা ঘোরা ও শ্বাসকষ্টে ভোগতে হচ্ছে তাদের।
স্থানীয় সিএনজি চালক শাহ আলম, রফিক, ইজিবাইক চালক রাসেল ও কামরুলসহ অনেকে জানান, পৌরসভার গাড়িগুলো প্রায় এক বছর ধরে নিয়মিতভাবে এখানে ময়লা ফেলছে। অথচ কোনো কর্তৃপক্ষ এ নিয়ে ব্যবস্থা নিচ্ছে না। তারা বলেন, “রাস্তার উত্তর পাশে সরকারি খালি জায়গা রয়েছে। অন্তত সেখানে ময়লা ফেললে দুর্গন্ধ কিছুটা কম হতো।”
১৯৯৭ সালে প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত নান্দাইল পৌরসভা এখনো কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারেনি। একসময় পৌর এলাকার ময়লা ফেলা হতো নরসুন্দা নদীর পাড়ে ব্রিজের গোড়ায়, পরে নদী দূষণ রোধে সেটি সরিয়ে নেওয়া হলেও এখন মহাসড়কের পাশেই বর্জ্য ফেলা হচ্ছে। সেখানে কোনো ডাস্টবিন বা বর্জ্য সংরক্ষণের উপযুক্ত জায়গা না থাকায় আবর্জনা ছড়িয়ে পড়ছে চারপাশে।
স্থানীয়রা জানান, বৃষ্টির পর ময়লার স্তূপ থেকে তরল পদার্থ গড়িয়ে পড়ে রাস্তা ও ড্রেনে মিশে যাচ্ছে, এতে পানিদূষণের আশঙ্কা দেখা দিয়েছে। রাতে যানবাহনের হেডলাইট পড়লে ময়লার স্তূপে প্রতিফলিত আলো চালকদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে।
এ বিষয়ে নান্দাইল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, “পৌরসভার নির্দিষ্ট ময়লার ভাগাড় না থাকায় আপাতত সড়ক ও জনপথের সরকারি জায়গায় বর্জ্য ফেলা হচ্ছে। তবে দুর্গন্ধ ছড়ানো রোধে খুব শিগগিরই টিনের বেড়া দিয়ে ওই স্থানে পরিবেশগত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে।”