Nabadhara
ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে বিএনপি নেতার পুত্রকে মারধর,থানায় অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

সিরাজগঞ্জের কাজিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতার পুত্রকে মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহতের পিতা, চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হিটু বাদী হয়ে কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

ঘটনাটি ঘটেছে গত ৩ অক্টোবর সকাল পৌনে ১১টার দিকে উপজেলার মাথাইলচাপড় হাটখোলা এলাকায়। মারপিটের ঘটনায় বিএনপি নেতা শফিকুল ইসলাম হিটু নিজেও আহত হয়েছেন বলে দাবি করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর ফেসবুকে শফিকুল ইসলাম ও চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির নামে কুরুচিপূর্ণ পোস্ট দেয় একই গ্রামের শহিদুল ইসলামের পুত্র সাগর ইসলাম (২১)। বিষয়টি দেখে বাদীর পুত্র সোহেল রানা শামীম (২২) পাল্টা জবাব দিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন।

 

এতে ক্ষিপ্ত হয়ে ওইদিন সকাল পৌনে ১১টার দিকে মাথাইলচাপড় হাটখোলায় অবস্থিত সোহেল রানার বিকাশ নগদ দোকানে প্রবেশ করে বিবাদী সাগর ইসলাম, সাতকয়া গ্রামের বিপ্লব হোসেন, তার স্ত্রী আয়েশা আক্তার শাম্মী এবং মাথাইলচাপড় গ্রামের আজিজুর রহমান রাজু হামলা চালায়।

 

হামলাকারীরা কাঠের বাটাম দিয়ে সোহেল রানাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। খবর পেয়ে পিতা শফিকুল ইসলাম পুত্রকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও লাঠি দিয়ে মারধর করা হয়। হামলাকারীরা তার হাতে থাকা মোবাইল ফোন ভেঙে ফেলে এবং ক্যাশবাক্সে থাকা নগদ দুই লাখ পনেরো হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত সোহেল রানাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পরদিন গভীর রাতে বিবাদী বিপ্লব হোসেন বাদীর মেয়ের জামাইয়ের মোবাইলে ফোন করে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় বাদী পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।