স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা-কামটানা এলাকায় ট্রেনের ধাক্কায় রিয়াজুল হক (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি রিয়াজুল হক উপজেলার মোচড়া উত্তরপাড়া গ্রামের বজরুল হক মোল্যার ছেলে। রবিবার (১২অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে কালনা-কামঠানা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি নড়াইল-লোহাগড়া-কালনা রুটের কালনা-কামঠানা এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে রিয়াজুল হক ত্রিশ ফুট দূরে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন পুলিশ কে খবর দেয় এবং নিহতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবু কে পোস্ট করলে পরিবারের সদস্যরা ঘটনা স্থলে এসে রিয়াজুলের মরদেহ শনাক্ত করেন।
লোহাগড়া থানার পুলিশর পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনাটি জানার পর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাটি রেলওয়ের জায়গাতে হওয়ায় যশোর রেলওয়ে পুলিশ কে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।