Nabadhara
ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোর শিক্ষাবোর্ডে এসএসসি প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনে ১৭ শিক্ষককে প্রশিক্ষণ

যশোর প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

এসএসসি পরীক্ষার ভূগোল ও পরিবেশ এবং খ্রীষ্ট ধর্ম শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের লক্ষ্যে যশোর শিক্ষা বোর্ডে ১৭ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। রবিবার (১২ অক্টোবর) শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী শুক্রবার পর্যন্ত।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন। তিনি জানান, ভূগোল ও পরিবেশ বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন ১০ জন শিক্ষক এবং খ্রীষ্ট ধর্ম শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ পাচ্ছেন ৭ জন শিক্ষক।

ভূগোল ও পরিবেশ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা হলেন:

  • হাবিবুর রহমান (সহকারী শিক্ষক, হরিঢালী মাধ্যমিক বিদ্যালয়, খুলনা)
  • মনিরুজ্জামান (ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট)
  • জাহিদুল ইসলাম (দামুড়হুদা মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা)
  • জাহাঙ্গীর হোসেন (কুমিরা মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা)
  • শারমিন আক্তার (আড়মুখি জোর্য়াদ্দার জালাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়)
  • হযরত আলী (রুপদিয়া শহীদস্মৃতি মাধ্যমিক বিদ্যালয়, যশোর)
  • রুবিনা সুলতানা (ফয়েজান নেছা ও হাজী নিয়ামত উল্লাহ মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া)
  • এস এম মুসফিকুর রহমান (যশোর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়)

খ্রীষ্ট ধর্ম শিক্ষা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা হলেন:

  • উজ্জ্বল মন্ডল (ন্যাশনাল মাধ্যমিক বিদ্যালয়, খুলনা)
  • শিখা সরকার (সেন্ট পলস মাধ্যমিক বিদ্যালয়, মোংলা, বাগেরহাট)
  • প্রতিমা মন্ডল (কারিমা মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা)
  • কিরণ মন্ডল (কাপার্সডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা)
  • সীমা হেলেনা (মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুর)
  • এস আর কিলারা ভিলা মন্ডল (সেক্রেটহার্ট মাধ্যমিক বিদ্যালয়, যশোর)
  • প্রতাম কুমার মন্ডল (সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজ)

প্রশিক্ষণের মাধ্যমে প্রশ্নপত্রের গুণগত মান উন্নয়ন এবং নির্ভুলতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।