মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে অধঃস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর অংশ হিসেবে শনিবার (১২ অক্টোবর) দিনাজপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে “প্যারেড পরীক্ষা”।
কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে আয়োজিত এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং পেশাগত দক্ষতা যাচাই করা হয়।
পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন।
এছাড়া বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), দিনাজপুর; জনাব এ.কে.এম. ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল), নীলফামারী; এবং জনাব মোঃ মুকুল হোসেন, আরআই, পুলিশ লাইন্স, দিনাজপুর।
পুলিশ কর্মকর্তারা জানান, পদোন্নতি পরীক্ষার মাধ্যমে যোগ্যতা ও মেধার ভিত্তিতে কর্মকর্তাদের মূল্যায়ন করা হয়, যা পেশাগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করে।