ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আল সারাফাত তন্ময় (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত তন্ময় সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের আলাল মিয়ার ছেলে।
এ ঘটনায় তন্ময়ের চাচাত ভাই নাদিম গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহত নাদিম আব্দুল আওয়াল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে তন্ময় নিজের মোটরসাইকেল মেরামতের পর সেটি পরীক্ষা করার জন্য কুট্টাপাড়া মোড় থেকে পূর্ব দিকে ট্রায়াল দিয়ে বিদ্যুৎকেন্দ্রের কাছে ইউটার্ন নিচ্ছিলেন। সেই সময় একটি অজ্ঞাত গাড়ি তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তন্ময় নিহত হন এবং তার চাচাত ভাই গুরুতর আহত হন।
খাটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, মোটরসাইকেল চাপা দেওয়া গাড়িটি এখনও চিহ্নিত হয়নি। তা শনাক্তের চেষ্টা চলছে।