Nabadhara
ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বিএনপি নেতার উদ্যোগে সড়ক সংস্কার

নোয়াখালী প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জনদুর্ভোগ কমাতে চলাচলের অনুপযোগী একটি গুরুত্বপূর্ণ সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করছেন এক বিএনপি নেতা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সোমবার সকাল থেকে দক্ষিণ সোনাদিয়া গ্রামের সরকারি পুকুর সংলগ্ন আদর্শ গ্রাম সড়কের প্রায় ১,০০০ মিটার অংশে সংস্কার কাজ শুরু হয়।

জানা গেছে, সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ হাটবাজার, স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির বেহাল দশা তৈরি হয়। বর্ষার সময় কাদা, পানি ও বড় বড় গর্তে দুর্ভোগের মাত্রা আরও বেড়ে যায়।

এ বিষয়ে হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী বলেন, “স্থানীয় লোকজনের দুর্ভোগের কথা শুনে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব নিজ উদ্যোগে সড়ক সংস্কারের সিদ্ধান্ত নেন।”

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন জানান, “এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কার করছেন, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।”

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, “সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। জনগণের দুর্ভোগ লাঘবে আমি ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে নেতাকর্মীদের নিয়ে আমরা জনগণের পাশে থেকে কাজ করছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।