এন এম নুরুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। “সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ” বর্ষের প্রতিশ্রুতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ অক্টোবর (সোমবার ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন শড়ক পদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান এর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শফিউল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস বাহিনী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয় শীর্ষক এক মহড়ার আয়োজন করেন। এসময় অগ্নি দূর্ঘটনা থেকে রক্ষার জন্য বিভিন্ন কোলাকৌশল প্রদর্শন করেন।