ফেনী প্রতিনিধি
রবি মৌসুমে সবজি উৎপাদন বাড়াতে এবং প্রান্তিক কৃষকদের সহায়তা দিতে ফেনীর সোনাগাজীতে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১১শত প্রান্তিক কৃষাণ ও কৃষাণী এ সহায়তা পান।
সোমবার (১৩ অক্টোবর) সকালে সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফেনী জেলার উপ-পরিচালক আতিক উল্যাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ সোহাগ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রতাপ নাথ।
বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল সাঈদ, সহকারী বিআরডিবি কর্মকর্তা জহিরুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজির উদ্দিন চৌধুরীসহ আরও অনেকে।
এ সময় কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কৃষক প্রতিনিধি মো. ইব্রাহীম বলেন, “এ ধরনের সহায়তা আমাদের জন্য অনেক বড় উৎসাহ। এতে খরচ কমে যাবে এবং উৎপাদন বাড়ানো সম্ভব হবে।”