Nabadhara
ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে –সাতক্ষীরায় ছাত্রশিবিরের সভাপতি জাহিদ

Link Copied!

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “যারা গত ১৫ বছর কথায় কথায় দেশপ্রেমের কথা বলে দেশের হাজার হাজার কোটি টাকা লুট করেছে, খুন-গুমের রাজনীতি করেছে—ছাত্রশিবির এমন ভুয়া দেশপ্রেমিক চায় না। ছাত্রশিবির এমন দেশপ্রেমিক তৈরি করে, যারা অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়, লুটপাট ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়ে তোলে।”

সোমবার (১৩ অক্টোবর) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন ২০২৫-২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, “নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে। ছাত্রশিবির তরুণদের সেই স্বপ্ন দেখায়, লক্ষ্য নির্ধারণে সহায়তা করে এবং তা বাস্তবে রূপ দিতে পথনির্দেশনা দেয়।” নবীন শিক্ষার্থীদের উদ্দেশে জাহিদুল ইসলাম বলেন, “ছাত্রশিবিরে যোগ দেওয়া কারো জন্য বাধ্যতামূলক নয়, তবে, শিবির সম্পর্কে জানাটা গুরুত্বপূর্ণ। শিক্ষক ও অভিভাবকের পরামর্শের পাশাপাশি নিজ দায়িত্বে আত্মগঠনই হবে মূল লক্ষ্য। আমরা চাই, তোমরা সফল ও সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠো।”

নারী অধিকার প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্রশিবিরকে নারী বিদ্বেষী হিসেবে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা ও বিদ্বেষমূলক। ইসলাম নারীর সম্মান ও অধিকার রক্ষায় যেভাবে গুরুত্ব দিয়েছে, ছাত্রশিবিরও ছাত্রী-বোনদের সেভাবেই প্রাধান্য ও প্রেরণা দেয়। এমনকি হিন্দু ভাইবোনদের প্রতিও শিবিরের ইতিবাচক ভূমিকা রয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবুল হাশেম, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ও সহযোগী অধ্যাপক ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি মাসুদুজ্জামান।

এসময় আরো উপস্থিত ছিলেন বুয়েটের শিক্ষার্থী ইরফান হাসান সাকিব, শহর শিবির সভাপতি আল মামুন, সাবেক সভাপতি খোরশেদ আলম, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাবিবুর রহমান, শহর শিবির সেক্রেটারি মেহেদী হাসান, একাদশ শ্রেণির শিক্ষার্থী শানজিন নাহার শুভা ও তাসনিম আলম।

অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান মো: মিয়ারাজ হোসাইন, ইংরেজি বিভাগের প্রধান ড. শাহিনুর রহমান, কলেজের উপাধ্যক্ষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।