Nabadhara
ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন

গোপালগঞ্জ প্রতিনিধি 
অক্টোবর ১৩, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি 

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান। এ সময় তিনি বলেন,“বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। যেকোনো সময় আমাদের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হতে পারে। তাই আগাম প্রস্তুত থাকলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে।”

দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত মহড়ায় অংশ নেয় বাংলাদেশ স্কাউটস, গোপালগঞ্জ জেলা রোভার-এর বিভিন্ন ইউনিটের ৩০ জন রোভার ও গার্ল-ইন-রোভার। তারা অগ্নি নির্বাপক পদ্ধতি, উদ্ধার কার্যক্রম এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে বাস্তব প্রশিক্ষণ প্রদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার; শিপলু আহমেদ, উপপরিচালক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, গোপালগঞ্জ; জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া উপস্থিত ছিলেন স্কাউটার রাজু শিকদার, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জ জেলা রোভার; এবং স্কাউটার হৃদয় কুমার শীল, সহকারী কমিশনার, বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জ জেলা রোভার।

আলোচনা সভা ও মহড়ার মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয় অংশগ্রহণকারীদের মধ্যে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।