শামীম শেখ, গোয়ালন্দ ( রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সী’র পিতা নাজিমুদ্দিন মুন্সী (১০৮) ইন্তেকাল করেছেন।
তিনি বর্তমান গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়া ও পদ্মায় বিলীন দৌলতদিয়া ইউনিয়নের ঢল্লা পাড়ার বাসিন্দা ছিলেন।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় গোয়ালন্দে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ এর কারখানা চত্বরে জানাজা নামাজ শেষে পাশেই পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্য জনিত অসুস্থতায় তিনি রবিবার (১২ অক্টোবর) দিনগত রাত ১২টা ১৫ মিনিটে মোস্তফা মেটালের বাস ভবনে ইন্তেকাল করেন।
মৃত্যকালে তিনি দুই সন্তান ও তিন মেয়ে, নাতি-নাতনী সহ অনেক গুণগ্রাহী রেখে যান। তার জানাযায় কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।