আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী)
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বর্ণাঢ্য র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়। “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির সূচনা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ।
কর্মসূচির শুরুতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে একটি মহড়া পরিচালনা করে দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল মিয়া, উপজেলা সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) আসিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ সাইদুর রহমান এবং দুর্গাপুর থানার এসআই রেজাউল করিম।
সভায় বক্তারা দুর্যোগ ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।