জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং সিপিপি উপজেলা টিম লিডার আঃ জলিলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম প্রমুখ।
বক্তারা দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন এবং দুর্যোগের ঝুঁকি হ্রাসে সকলে মিলেই কাজ করার আহ্বান জানান।