Nabadhara
ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

দাউদ রানা, চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

দাউদ রানা,চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি:

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে র‌্যালী শেষ হয়। এছাড়াও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চৌহালী উপজেলা প্রাশাসনের আয়োজনে ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহযোগীতায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলার পরিষদ চত্ত্বরে মহড়া অনুষ্ঠিত হয়।

পরে প্রধান অতিথি হয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোস্তাফিজুর রহমান উপজেলা পরিষদ সভাকক্ষে বক্তব্য রাখেন।

এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: এবিএম কাউছার, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার,সমাজসেবা অফিসার মামুনুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আসিফ,পরিসংখ্যানের অতিরিক্ত দায়িত্ব অফিসার মো: সোহেল রানা, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু,প্যানেল চেয়ারম্যান কামরুজ্জামান, প্রাণী সম্পাসারন অফিসার ডা: জান্নাতি,তথ্য আপা প্রকল্পের তামান্না হক ও হাবিবুর রহমান সহ অন্যরা। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় জনগণের সুদীর্ঘ অনুশীলন, অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তা আধুনিক তথ্য প্রযুক্তির সাথে সমন্বয় করে দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও গতিশীল করে তুলতে হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।