জালালুর রহমান, মৌলভীবাজার
মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু বলেছেন, “জুড়ী ও বড়লেখার প্রতিটি পরিবারের উন্নয়ন পৌঁছে দিতে চাই।”
রবিবার (১২ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে জামকান্দি এলাকায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “জুড়ী ও বড়লেখা উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন হলে এই অঞ্চলের উন্নয়ন হবে দৃশ্যমান। আমি আপনাদের পরিবারের সদস্য হয়ে সারাক্ষণ পাশে থাকতে চাই।”
তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা এবং সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন হলে সেই রূপরেখার ভিত্তিতেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।”
গণসংযোগ ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, সাবেক দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান ছোটন, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য খোরশেদ আলম, পশ্চিম জুড়ী ইউপি বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হারুন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমদ, পূর্বজুড়ী ইউপি যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিক উদ্দিন, পশ্চিম জুড়ী ইউপি যুবদলের সাধারণ সম্পাদক সেলিম আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুহেল আহমদ, শ্রমিকদলের সাবেক সভাপতি হিরা মিয়া, উপজেলা জাসাসের আহ্বায়ক মোতাহার হোসেন কামরুলসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী, ব্যবসায়ী, তরুণ সমাজ ও সাধারণ মানুষ।