Nabadhara
ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রী অতিষ্ঠ, গ্রেফতারের পরেও ছাড়া পেলেন স্বামী

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর পৌরসভার ঢেলুপাড়া গ্রামের মোছাঃ রুবিনা (৩৫) তার মাদকাসক্ত স্বামী মিন্টু মিয়া (৫০)-এর নির্যাতনের শিকার হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মিন্টু মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকার নেশাজাতীয় দ্রব্য সেবন করে পরিবারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। এমনকি মাদক কেনার অর্থ জোগাতে সে প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন করত এবং গৃহস্থালির জিনিসপত্র বিক্রি করত।

গত শনিবার রাতে ভুক্তভোগী স্ত্রী থানায় অভিযোগ করলে ওসি (তদন্ত) আতাউর রহমানের নির্দেশে এএসআই জুয়েল মিন্টুকে আটক করে থানা হেফাজতে নেয়। তবে পরদিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন বিরামপুরে না থাকায়, তদন্ত কর্মকর্তার নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে ঘটনাস্থলের আশপাশের কয়েকজন প্রতিবেশী জানিয়েছেন, ইউএনও অনুপস্থিত থাকাকালীন পরের দিন মিন্টুকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার আগে তার স্ত্রীর কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়। এবিষয়ে তার স্ত্রীর বলেন আমার স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য স্বাক্ষর নেওয়া হচ্ছে বিষয়টি আমাকে আগে জানানো হয়নি।

ছাড়া পাওয়ার পর মিন্টু তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। প্রাণের ভয়ে মা ও ছেলে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। পরে সোমবার সকালে ভুক্তভোগী মা ও ছেলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করলে, ইউএনও থানার ওসিকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

পরবর্তীতে পুলিশ মিন্টুকে পুনরায় আটক করে এবং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মিন্টুকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে সচেতন মহল বলেন, ইউএনওর অনুপস্থিতিতে একজন মাদকাসক্ত আসামিকে ছেড়ে দেওয়া আইন-শৃঙ্খলার জন্য উদ্বেগজনক। বিষয়টি তদন্ত করা জরুরি।

এএসআই জুয়েল বলেন, ওসি (তদন্ত) আতাউর রহমানের নির্দেশেই মিন্টুকে গ্রেফতার ও পরে ছেড়ে দেওয়া হয়।তবে একাধিকবার চেষ্টা করেও ওসি (তদন্ত) আতাউর রহমানের মন্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, আমি প্রথমে বিষয়টি জানতাম না, পরে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।