Nabadhara
ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর)
অক্টোবর ১৩, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর)

বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এবং শ্রীবরদী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহিম দুলালসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল।

 

লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে ‘রহমান আতাউর’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেরপুর-৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, তিনি নিজে এবং বিএনপি’র অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপি’র বিভিন্ন কর্মসূচির ছবি ব্যবহার করে আপত্তিকর ও কটূক্তিমূলক মন্তব্য করা হচ্ছে।

 

তিনি আরও বলেন, গত শনিবার (১১ অক্টোবর) রাতে জিয়াউর রহমান মানিক নামে এক চাল ব্যবসায়ীর ৩৮০ বস্তা সরকারি চাল জব্দ করে প্রশাসন। কিন্তু ওই ঘটনায় তার (দুলাল) নাম জড়িয়ে রহমান আতাউর নামে ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালানো হচ্ছে—যা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

 

সংবাদ সম্মেলনে আব্দুর রহিম দুলাল বলেন, “আমার বাবা শ্রীবরদী উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমি কোনো দালালি করি না, রাজনীতি করি জনগণের কল্যাণে। আমার বাবার রেখে যাওয়া সম্পদ এত বেশি যে আমি সারাজীবন বসে খেলেও শেষ করতে পারবো না।”

 

তিনি অভিযোগ করে বলেন, “রহমান আতাউর নামের একটি ফেসবুক আইডি থেকে আমার ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। যা অত্যন্ত মানহানিকর ও দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আইনগতভাবে এর প্রতিকার করবো।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।