তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ও খেশরা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (১৩ অক্টোবর) এসব সভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় সরুলিয়া ইউনিয়নের আমতলাডাঙ্গী বাজার মোড়ে ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের আয়োজনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জহুরুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা–১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।
তিনি বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে অমুসলিমসহ দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তালা-কলারোয়ার উন্নয়নে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ এবং উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম।
সভা পরিচালনা করেন ৮ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মোস্তফা কামাল।
আরও বক্তব্য রাখেন—তালা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল হালিম, সরুলিয়া ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী শাহ আলম, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম এবং আইনজীবী বাশারাতুল্লাহ আওরঙ্গী বাবলা।
এর আগে একই দিন বিকেল ৫টায় খেশরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পৃথক এক পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খেশরা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল গফুর।
প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।