Nabadhara
ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীদের উজ্জ্বল সাফল্য

রাজশাহী প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে তাজবীদুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে অনুষ্ঠিত “কোরআন প্রতিযোগিতা–২০২৫” এ সোমবার( ১৩ অক্টোবর) অংশগ্রহণ করে রাজশাহীর ইংলিশ মিডিয়াম মাদ্রাসা এন্ড স্কুলের শিক্ষার্থীরা বিশাল উজ্জ্বল সাফল্য অর্জন করেছে।

বালক শাখার হেফজ বিভাগে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২য় ও ৪র্থ স্থান অর্জন করে, এছাড়াও হাদর তেলাওয়াত বিভাগে ১ম ও ৩য় স্থান অধিকার করে।
অন্যদিকে, বালিকা শাখায় হুসনে সওত বিভাগে শিক্ষার্থীরা ১ম ও ৪র্থ স্থান এবং হেফজ বিভাগে ২য় ও ৪র্থ স্থান অর্জনের গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের স্বর্ণপদক এবং অন্যান্য সফল অংশগ্রহণকারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্বজয়ী হাফেজ মোঃ তারিকুল ইসলাম, আন্তর্জাতিক হাফেজ ও কারী মোঃ বেলাল মাদানী, এবং আন্তর্জাতিক হাফেজ কারী মোঃ জুয়েল আহমেদ।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন মাওলানা এফ. এম. ইসমাইল আলম আল হাসানী, সভাপতি – বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, রাজশাহী বিভাগ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাহফুজুর রহমান আকন্দ, অধ্যাপক ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি জনাব রফিকুল আলমসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরআন শিক্ষার প্রচার ও তরুণ প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করতে এই আয়োজন একটি অনন্য উদ্যোগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।