Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় মাদক বিক্রিতে বাধা, গ্রামপুলিশকে মারধর

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মুমিন গাজী (২৬) নামে এক গ্রামপুলিশকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মুমিন গাজী বাদী হয়ে কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার (১৩ অক্টোবর) উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, হিরণ ইউনিয়নের মৃত আবুল বশার মোল্লার ছেলে হৃদয় হক রাব্বি (২৮) নিয়মিত বর্ষাপাড়া গ্রামে মাদক বিক্রি করতে যেতেন। কিছুদিন আগে রাব্বি সেখানে মাদক বিক্রির সময় গ্রামপুলিশ মুমিন গাজী স্থানীয় লোকজন নিয়ে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে রাব্বি তার চাচাতো ভাই সৌদি প্রবাসী মশিউর রহমান মোল্লাকে সঙ্গে নিয়ে দক্ষিণ হিরণ ব্রিজের ওপর মুমিন গাজীকে মারধর করেন।

 

মারধরের শিকার মুমিন গাজী বলেন, “হৃদয় হক রাব্বি প্রায়ই আমাদের এলাকায় মাদক বিক্রি করত। আমি দায়িত্ব অনুযায়ী তাকে বাধা দিই। এজন্যই সে আমাকে রাস্তায় আটকিয়ে প্রবাসী মশিউরকে সঙ্গে নিয়ে পিটিয়েছে।”

 

এ বিষয়ে জানতে রাব্বিদের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি। তবে রাব্বির চাচা জাবেদ মোল্লা বলেন, “বর্ষাপাড়া গ্রামে রাব্বি বিয়ের জন্য একটি মেয়ে দেখেছিল। মুমিন সে বিয়ে ভেঙে দিয়েছে বলে রাব্বি ক্ষিপ্ত হয় এবং দুই-একটি থাপ্পর দিয়েছে। বিষয়টি আমরা সামাজিকভাবে মীমাংসা করতে চাই।”

 

এ বিষয়ে কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।