Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের চারদিন পর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
অক্টোবর ১৪, ২০২৫ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল

নিখোঁজের চারদিন পর যশোরের শার্শা উপজেলায় আব্দুল্লাহ (২৫) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ডিবি। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার কাজিরবেড় এলাকার একটি পরিত্যক্ত ভবনের স্টিলের বাস্ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত আব্দুল্লাহ শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

 

পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর বেলা ১১টার দিকে জীবিকার তাগিদে আব্দুল্লাহ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি আর ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার পরদিন ১১ অক্টোবর তার বাবা ইউনুস আলী শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

 

ইউনুস আলী জানান, “মঙ্গলবার সকালে খবর পাই আমার ছেলের লাশ পাওয়া গেছে। পরে গিয়ে দেখি সেটি আমার ছেলেরই। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”

 

লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে। নিহতের পরিবারে নেমে আসে শোকের ছায়া।

 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, “স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।