সাতক্ষীরা প্রতিনিধি
সারাদেশের ন্যায় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন সাতক্ষীরা সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে সর্বাত্মক কর্মবিরতি ও কালোব্যাজ ধারণপূর্বক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর )
বেলা ১২ টায় কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়।
এসময় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আল মুন্তানছির বিল্লাহ, ইংরেজি বিভাগী প্রধান ড.মোঃ শাহিনুর রহমান,
ইসলাম শিক্ষা বিভাগীয় প্রধান মোঃ মিয়ারাজ হোসাইন, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ছানোয়ার হোসেন, অর্থনীতি বিভাগীয় প্রধান, মোঃ মাহমুদুল হোসেনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষকরা ঐতিহ্যবাহী ঢাকা কলেজে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতকারীদের হামলা এবং টিচার্স লাউঞ্জে ভাঙচুরের ঘটনায় সংগঠনটি তীব্র নিন্দা জানান। একই সঙ্গে এঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।