Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীরের পদত্যাগ

জয়পুরহাট প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কার্যক্রম ও নীতিকে “জুলাই বিপ্লবের আদর্শের পরিপন্থি” আখ্যা দিয়ে জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ফিরোজ আলমগীর পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) তিনি লিখিতভাবে এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে ফিরোজ আলমগীর উল্লেখ করেন, দলের সাম্প্রতিক কর্মকাণ্ড, সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থান তার ব্যক্তিগত আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে, আওয়ামী লীগ ঘরানার চিহ্নিত নেতাকর্মীদের দলে অন্তর্ভুক্তি নিয়ে দলের অবস্থান তাকে হতাশ করেছে।

তিনি আরও জানান, এনসিপি একটি নতুনধারার রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দলটি ঐতিহ্যগত রাজনৈতিক ধারা অনুসরণ করছে। এতে তিনি মর্মাহত হয়েছেন।

ফিরোজ আলমগীর আশাবাদ ব্যক্ত করে বলেন, “ভবিষ্যতে দল শহীদ পরিবার, আহত নেতাকর্মী এবং জেলা পর্যায়ের জনমতের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং কেন্দ্রীয় নেতাদের একক সিদ্ধান্তে নয়, বরং গণমুখী রাজনীতি করবে।”

এ বিষয়ে জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মো. ওমর আলী জানান, ফিরোজ আলমগীরের পদত্যাগের বিষয়ে তিনি শুনেছেন, তবে সোমবার পর্যন্ত তার সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়নি।

ফিরোজ আলমগীর তার পদত্যাগের মাধ্যমে দলীয় সব কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বলেও জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।