রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন সংগঠনটির খুলনা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্যসচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে এক ডিলার ওএমএস পণ্য বিক্রি করছিলেন। ওই সময় আশিকুর ও আব্দুল্লাহ সেখানে গিয়ে ডিলারের কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে।
আটক সৈয়দ আব্দুল্লাহ সিকি খুলনার বাগমারা এলাকার মুরাদ আলীর ছেলে এবং আশিকুর রহমান একই এলাকার আজমলের ছেলে।
খালিশপুর থানার ওসি (তদন্ত) মো. মুরাদ হোসেন মিলন বলেন,
“বাস্তুহারা মোড়ে এক ওএমএস ডিলারের কাছে চাঁদা দাবি করার অভিযোগে স্থানীয়রা দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে। আমরা তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানায়, অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি আইনে মামলা করা হবে। বর্তমানে তারা খালিশপুর থানায় হেফাজতে রয়েছেন।