জয়পুরহাট প্রতিনিধি
ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকদের ওপর পুলিশি লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের প্রতিবাদে জয়পুরহাটের কালাই উপজেলায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোটের ব্যানারে এ কর্মসূচি পালন করেন। এতে উপজেলার সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন এবং এক ঘণ্টাব্যাপী মহাসড়কে অবস্থান নেন।
বক্তারা বলেন, “প্রাণপ্রিয় শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচির সময় যেভাবে পুলিশ লাঠিপেটা করেছে, তা অত্যন্ত ন্যক্কারজনক ও দুঃখজনক। যারা এই নির্যাতনে অংশ নিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।”
তাঁরা আরও বলেন, “দ্রুত জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। শিক্ষক সমাজ বারবার দাবি জানিয়েছে, কিন্তু যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। এবার আর পিছিয়ে যাওয়া নয়।”
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম, থুপসাড়া সেলিমিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মতিয়র রহমান, মোলামগাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন, হাতিয়র কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শামীম রেজা, কালাই মহিলা বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল করিমসহ আরও অনেকে।
হাতিয়র কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা সেলিম রেজা বলেন,
“আজ যাদের হাতে আমরা নির্যাতিত হচ্ছি, তারাও কোনো না কোনো শিক্ষকের ছাত্র। এখন মনে হচ্ছে, আমাদের ছাত্ররাই আমাদের ওপর অত্যাচার চালাচ্ছে। এটা শুধু দুঃখজনক নয়, আমাদের সম্মানকেই পদদলিত করা হয়েছে।”
পরে শিক্ষকবৃন্দ বিক্ষোভ মিছিল সহকারে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান এবং সরকারের কাছে দাবিসমূহ তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করেন।