Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খানসামায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৫ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের লাঠিপেটার প্রতিবাদে দিনাজপুরের খানসামায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে পুলিশের লাঠিপেটায় একাধিক শিক্ষক আহত হয়েছেন, যা ন্যক্কারজনক ও অমানবিক। দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে নিয়োজিত শিক্ষক সমাজকে দমন করে তাদের ন্যায্য দাবি রোধ করা যাবে না।

 

তারা আরও বলেন, শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ২০%, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন করতে হবে। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তারা।

 

বক্তারা ঢাকায় সংঘটিত হামলার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত শাস্তির দাবি জানান।

 

সমাবেশে বক্তব্য রাখেন — খানসামা উপজেলা শিক্ষক আন্দোলন সমন্বয়ক কমিটির আহ্বায়ক শাহারিয়া জামান শাহ নিপুন, যুগ্ম আহ্বায়ক আ. স. ম. গোলাম কিবরিয়া ও মো. মন্টু ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী জিন্না, আঃ বারী, আবু হায়াত মো. নূর, আবু রায়হান, আমিনুল ইসলাম, মৃতুঞ্জয় রায়, শাহ মো. ময়নুল (মানু), সাজ্জাদ হোসেন, জুয়েল রানা, গোলাম রাশেদ চৌধুরী, ওসমান গণি ও আঃ হাইসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারী নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, শিক্ষকদের ন্যায্য অধিকার ও সুবিধা নিশ্চিত করা দেশের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি আগামী প্রজন্ম গঠনের জন্য অপরিহার্য। প্রয়োজন হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলেও ঘোষণা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।