আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামে মৎস্য ঘের থেকে বোরিং করে অবৈধভাবে বালু অব্যাহত রেখেছে অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিউল মেম্বর। ১৪ অক্টোবর স্বরে জমিনে গিয়ে দেখা গেছে, খাগড়াঘাট গ্রামের ঈদগাহ ময়দান এর পাশ্বে অবৈধভাবে বালু উত্তোলন অব্যহত রেখেছে
স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম।
এ এবিষয়ে শফি মেম্বরের সাথে ব্যক্তিগত মুঠোফোনে কথা হলে তিনি বালু উত্তোলনের কথা স্বীকার করেন। এ বিষয়ে সরকারিভাবে কোন অনুভূতি আছে কিনা জিজ্ঞাসা করলে তিনি বিভিন্ন অজুহাতে এড়িয়ে যান। এ বিষয়ে শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন ও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এর মোবাইলে বালু উত্তোলনের ভিডিও এবং ছবি whatsapp এ পাঠানো হয়েছে। ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বালি উত্তোলন অব্যাহত ছিল।