শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় জেলার মধ্যে ফুটবল টুর্ণামেন্টে চিতলমারী সরকারি সামচুন্নেছা (এস,এম) মডেল উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ১-০ গোলে মোড়েলগঞ্জ এসি লাহা পাইলট মাধ্যমিক বিদ্যালয় কে হারিয়ে চিতলমারী সরকারি সামচুন্নেছা (এস,এম) মডেল উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বিজয়ী দলের মধ্যে পুরুস্কার তুলে দেন।
চিতলমারী সরকারি সামচুন্নেছা মোমোরিয়াল (এস,এম) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) তাপস কুমার খান জানান, জেলার ৯টি উপজেলার ৯টি মাধ্যমিক বিদ্যালয় জেলা পর্যায় অংশ গ্রহন করে। সোমবার ফাইনাল খেলায় চিতলমারী সরকারি সামচুন্নেছা মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয় জেলার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আগামীতে আমাদের বিদ্যালয়ের বিজয়ী দল খুলনা বিভাগীয় পর্যয় অংশ গ্রহন করবে।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন জানান,৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতায় জেলার মধ্যে চুড়ান্ত খেলায় চিতলমারী সরকারি সামচুন্নেছা এস,এম, মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। আগামীতে তারা বিভাগীয় পর্যায়ে খেলবেন।