Nabadhara
ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে রাজপথে সাংবাদিক সমাজ

নোয়াখালী প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ নোয়াখালীকে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করতে এবং অবহেলার বঞ্চনা থেকে মুক্ত করতে “নোয়াখালী বিভাগ ঘোষণা এখন সময়ের দাবি” এই স্লোগানে রাজপথে নেমেছে নোয়াখালীর সাংবাদিক সমাজ।

 

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নোয়াখালীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টার বরাবর বিভাগ বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়।

 

দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাৎ বাবুর সঞ্চালনায় ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি অধ্যাপক লিয়াকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশ নেন।

 

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ও শিক্ষাবিদ ইসহাক খন্দকার। বক্তারা বলেন, নোয়াখালী একটি প্রাচীন ও সম্ভাবনাময় জেলা হওয়া সত্ত্বেও রাজনৈতিক অবহেলায় দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। তারা বলেন, “নোয়াখালী বিভাগ বাস্তবায়ন শুধু দাবিই নয়, এটি এখন জনগণের অধিকার।”

 

বক্তারা আরও বলেন, বিভাগের বাস্তবায়নের মাধ্যমে এখানে বিমানবন্দর, নৌবন্দর, শিক্ষা বোর্ড, ইঞ্জিনিয়ারিং কলেজ, ক্যাডেট কলেজ, সুবর্ণচর রেলস্টেশন, সিটি কর্পোরেশন ও নিঝুম দ্বীপকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পথ সুগম হবে। এতে আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং পুরো দক্ষিণ-পূর্বাঞ্চল উন্নয়নের মহাসড়কে যুক্ত হবে।

 

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “নোয়াখালী বিভাগ আমাদের দাবি নয়, এটি আমাদের ন্যায্য অধিকার। অন্য কোন বিভাগ ঘোষণার আগে নোয়াখালী বিভাগ ঘোষণা না হলে জনগণ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”

 

মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ডা. বোরহান উদ্দিন, সাপ্তাহিক চলতি ধারার সম্পাদক এমবি আলম, দৈনিক আমার দেশ প্রতিনিধি আজাদ ভূঁইয়া, এনটিভি প্রতিনিধি মাসুদ পারভেজ, এসএ টিভির প্রতিনিধি আব্দুর রহিম বাবুল প্রমুখ।

 

বক্তারা একক কণ্ঠে বলেন — “বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হোক, এটাই এখন সময়ের দাবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।