খুলনা প্রতিনিধি
খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র খুলনা–৪ আসনের মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব পারভেজ মল্লিকের পক্ষ থেকে এ পাঞ্জাবি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং বাতিভিটা ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রহমান খাজা, সাবেক সভাপতি ১নং বাতিভিটা ইউনিয়ন বিএনপি মোঃ আলী আকবর, বিএনপি নেতা আব্দুর রশিদ, সাবেক গ্রাম সরকার প্রধান মোঃ ফরহাদ হোসেন, বিএনপি নেতা মোঃ ফেরদৌস আলম, মোঃ বোরহান উদ্দিন, মোঃ আমির আলী, মোঃ জসীম ফরাজি, মোঃ আজমল হোসেন, ও যুবনেতা তরিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পারভেজ মল্লিক সবসময় ধর্মপ্রাণ জনগণের পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। খুলনা-৪ আসনের মানুষের কল্যাণে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও এলাকায় উন্নয়ন, ঐক্য ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।
ইমাম ও মুয়াজ্জিনরা এই উদ্যোগের জন্য পারভেজ মল্লিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।