Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে গ্রাম আদালত পরিচালনায় শ্রেষ্ঠ সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে গ্রাম আদালত পরিচালনায় উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিস্তার ফারুক। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তাকে এই সাফল্যের জন্য সম্মাননা প্রদান করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমানসহ অন্যান্যরা।

 

গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী অনুপম ঘোষ জানান, গত সেপ্টেম্বর মাসে উপজেলার ১৭টি ইউনিয়নের গ্রাম আদালতে মোট ৭২টি মামলা দায়ের হয়, যার মধ্যে ৬৩টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে সর্বাধিক মামলা দায়ের হয় মনিরামপুর সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে। সেখানে দায়ের হওয়া ৮টি মামলার সবকটিই নিষ্পত্তি করা হয়। এছাড়া গ্রাম আদালতের মাধ্যমে মোট ৭ লাখ ২১ হাজার টাকা আদায় হয়।

 

সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক বলেন, “আমি গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করতে চেষ্টা করি। মাত্র ১৫ কর্মদিবসের মধ্যেই দুটি শুনানির পর এক মামলায় আসামির কাছ থেকে এক লাখ টাকা আদায় করে ভুক্তভোগী জোসনা খাতুনকে প্রদান করা হয়েছে।”

 

ভুক্তভোগী জোসনা খাতুন বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে আমি আমার প্রাপ্য এক লাখ টাকা বুঝে পেয়েছি। এতে আমি খুবই সন্তুষ্ট।”

 

উপজেলার অন্যান্য ইউনিয়নের তুলনায় দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি ও আর্থিক আদায়ের ক্ষেত্রে মনিরামপুর সদর ইউনিয়নের এ অর্জন স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।