দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা অভিযোগ করেছেন, বিএনপি’র কিছু না জানিয়ে বিএনপি’র অপরপক্ষ জুয়েল-অলতাফ আওয়ামী লীগের সঙ্গে নিয়ে প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, “তাদের দেখবেন ৪/৫ শ লোক থানায় আছে। জনপ্রতি দুই লিটার তেল আর ৩০০ টাকা দিয়ে তারা একজায়গায় হয়ে সারা থানায় প্রচারণা চালাচ্ছে। এদের মধ্যে বিএনপির কেউ নেই। তারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে এসেছে। যাদের দ্বারা বিএনপি নির্যাতিত হয়েছে, তাদেরকে প্রতিষ্ঠিত করতে এসেছে তারা। আমার কাছে তো কোন আওয়ামী লীগ যায় না, তার কাছে কেন যায়?”
বাচ্চু মোল্লা এসব মন্তব্য করেছেন বৃহস্পতিবার রাতে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায়।
এদিন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির পক্ষে লিফলেট বিতরণ, গণসংযোগ ও প্রচারণা চালান। এর আগে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত হাজারো নেতা-কর্মীর সঙ্গে প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর বাজার, ময়রামপুর, জয়পুর ও মহিষকুন্ডি বাজারসহ বিভিন্ন গ্রাম ও এলাকায় এই কর্মসূচী পালন করা হয়।
পথসভায় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, প্রাগপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান সোনা মেম্বর, সাবেক চেয়ারম্যান আজমল হক, যুবদল নেতা লিটন জোয়াদ্দার ও ছাত্রদল আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ।