Nabadhara
ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে দুই দিনব্যাপী শিক্ষা মেলার উদ্বোধন

এস এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
অক্টোবর ১৮, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

“সমৃদ্ধ শিক্ষায় আলোকিত নড়াইল” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে দুই দিনব্যাপী শিক্ষা মেলা ২০২৫ উদ্বোধন হয়েছে। শনিবার (১ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

 

উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা শিল্পকলা একাডেমী হল রুমে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসার (অ.দা.) মোঃ মহিউদ্দিন, রিসোর্চ পারসন ও সময় টিভির সংবাদ পাঠক গোলাম রাব্বি এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মহুয়া মহসিন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, শিক্ষা মেলার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন, প্রযুক্তি-ভিত্তিক শিক্ষা এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে অগ্রণী ভূমিকা রাখা সম্ভব হবে। শিক্ষার্থীদের মধ্যে নতুন দিকনির্দেশনা, উদ্ভাবনী চিন্তাধারা ও দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।